মিজানুররহমান:
সিংগাইরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ধান কাটা কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে। করোনা মহামারিতে লকডাউনে শ্রমিক সঙ্কটের কারণে উবর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তারা এ কর্মসূচি বাস্তবায়ণে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের ধান ক্ষেতে নেমেছেন। গতকাল সোমবার ১১ টায় সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামে দরিদ্র ও প্রান্তিক কৃষকের ক্ষেতের ধান কেটে এ কর্মসূচির উদ্ভোধন করেন সিংগাইর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উপল মজুমদার। এসময় মাধবপুর গ্রামের দরিদ্র কৃষক ছনু মন্ডলের ২ খন্ড (১ বিঘা) জমির ধান কেটে বাড়ি পর্যন্ত পৌছে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
এ মহান কর্মসূচি বাস্তবায়নে সকাল ১১ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত রৌদ্রদীপ্ত ভরা খোলা আকাশের নিচে সেচ্ছাশ্রম দিয়ে দরিদ্র কৃষকের দুঃখ নিবারণের জন্য একটু হলেও স্বস্তির সঞ্চার হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক আব্দুস সাত্তার খান, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার দেওয়ান আনসার আলী এবং ইউনিয়ন দলনেতা-দলনেত্রী প্রমূখ। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উপল মজুমদার ও প্রশিক্ষক আব্দুস সাত্তার খান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ (ডিজি) মহোদয় স্যারের নির্দেশ মোতাবেক সারাদেশ ব্যাপী গরিব ও প্রান্তিক কৃষকের ক্ষেতের ধান সেচ্ছাশ্রমের মাধ্যমে কাটার কর্মসূচি বাস্তবায়ণের লক্ষ্যে আমাদের এ ধান কাটার কর্মসূচি।