মিজানুর রহমান:
সিংগাইরে বজ্রপাতে এনামুল (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত এনামুল সিংগাইরের ধল্লা ইউনিয়নের গান্দারদিয়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। নিহতের স্বজনরা জানান, আজকে বৃহস্পতিবার বেলা ৫ টার দিকে বাড়ির পাশে ছেলেটি সমবয়সীদের সাথে বৃষ্টিতে খেলাধূলা ও আম কুড়ানোয় মত্ত ছিল। এমন সময় সহসা বজ্রপাত সংঘটিত হলে এনামুলকে স্থানীয় দি ঢাকা ক্লিনিক এ্যান্ড ডায়োগনষ্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (বড় দেলোয়ার) বিষয়টি নিশ্চিত করেন।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন