মিজানুর রহমানঃ
সিংগাইরে ৬০০ টি মসজিদে ৫ হাজার টাকা করে ৩০ লাখ টাকা সরকারিভাবে অনুদান প্রদান করেছেন মানিকগঞ্জ-২ আসনের এমপি আন্তর্জাতিক কন্ঠশিল্পী মমতাজ বেগম। আজকে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন এমপি মমতাজ বেগম। একই সাথে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্তভাবে লটারি প্রক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, মহিলা ভাইস্ চেয়ারম্যান শারমিন আক্তার, ওসি আব্দুস সাত্তার মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন লিটন, সিংগাইর বিশ্ব বিদ্যালয় কলেজের ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু প্রমূখ।