তাহসানুর রহমান শাহজানঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজার ও বাসষ্ট্যাণ্ড মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকালে তিনি এই অভিযান পরিচালনা করেন।
এ সময় উথলী বাসষ্ট্যান্ড মোড় ও বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয় এবং ওষুধ ফার্মেসীর দোকানগুলোর লাইসেন্স চেক করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখে ব্যাবসা পরিচালনা করার দায়ে উথলী বাসস্ট্যান্ড মোড়ের এক দোকানীকে ২০০ (দুইশত) টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল ইসলাম।
এছাড়া বেশ কয়েককটি বাসের ভিতরে প্রবেশ করে যাত্রী ও চালকেরা স্বাস্থ্যবিধি মানছেন কিনা তা পর্যবেক্ষণ করেন। জীবননগর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রকি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে সহায়তা করেন।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন