শফিকুল ইসলামঃ
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একতাবদ্ধ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বিকেল ৫ টায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল উত্তর পাড়া সাধু মার্কেট এলাকায় ফলজ বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে কর্মসূচী সূচনা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউপি আ.লীগের সহ-সভাপতি, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী আবু সাদেক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জল, ধামসোনা ইউপি কৃষকলীগের সভাপতি কিসমত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন হাজী আব্দুল কাদের, হজরত আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন একতাবদ্ধ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস টিটু, সহ-সভাপতি আব্দুল খালেক মিযা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মনসুর আলী, সদস্য সাব্বির হোসেন সহ অত্র সংগঠনের অন্যানো সদস্যবৃন্দ । এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে আমন্ত্রিত অতিথিবৃন্দ একতাবদ্ধ ফাউন্ডেশন কে এ ধরণের মহতি উদ্যােগের জন্য ধন্যবাদ জানান এবং এ ধরণের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহবান জানান।