অনলাইন ডেস্ক:
করোনাভাইরাস মহামারির নেতিবাচক প্রভাব পড়েছে ব্রিটেনের সর্বত্র, সব জায়গায় সব কাজের ক্ষেত্রে। করোনাভাইরাস মহামারিতে এবার চাকরি হারাতে যাচ্ছেন রয়েল মেইলের প্রায় ২ হাজার শ্রমিক।রয়েল মেইলের সিইও রিকো ব্যাক এবং এক্সিকিউটিভ চেয়ারমযান কিথ উলিয়াম যৌথভাবে বলেছেন, ইউকের স্বনামধন্য রয়েল মেইল সার্ভিস করোনাভাইরাস মহামারিতে ১ দশমিক ৩ মিলিয়ন পাউান্ড ক্ষতির মুখে পড়েছে। অবশ্য পরের দুই বছরের জন্য ৩০০ মিলিয়ন বাজেট হাতে নিয়েছে। বর্তমানে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় এবং রয়েল মেইল বাঁচিয়ে রাখার লক্ষ্যে ২০০০ শ্রমিক ছাঁটাই করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বর্তমানে অনলাইন চালু হওয়াতে চিঠি পত্রের সংখ্যা অনেক কমে গেছে। এখন চিঠি পত্রের চেয়ে পার্সেল বেশি নেওয়া-আনা হচ্ছে তাই পোস্টম্যানদের সংখ্যা কম হলেও রয়েল মেইল তেমন সমস্যায় নাও পড়তে পারে। কর্মকর্তারা আরও মনে করেন, ছাঁটাই করা শ্রমিকরা কিছুটা সমস্যা হলেও বেঁচে যাবে ব্রিটেনের দীর্ঘ দিনের স্বনামধন্য রয়েল মেইন সার্ভিস।
ডাক যোগাযোগের জন্য রয়েল মেইল শুধু ব্রিটেনেই নয় সারা বিশ্বে রয়েছে সুখ্যাতি। করোনাভাইরাস মহামারিতে সেই প্রতিষ্ঠানের শ্রমিক ছাঁটাই সত্যিই দুঃখের। এ শ্রমিক ছাঁটায়ের ফলে দীর্ঘ দিন ধরে কাজ করা শ্রমিকরা পড়বেন মহাবিপদে।