তাহসানুর রহমাঃগতকাল (২৭ জুন) রাত ২ টার সময় জীবননগর মিনাজপুর স্হানীয় পাড়ায় মোঃ মনিরুজ্জামান (টিটু) বাড়ীতে ডাকাতি দল ডুকে ১লক্ষ ৫৮ হাজার টাকা, ১৬ ভরি রূপা, এবং ৬ভরি স্বর্ণ, ৪টা মোবাইলফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মিনাজপুর আনুমানিক রাত ২টার সময় এক দল ডাকাত তার বাড়ীর ইটের পাচির টপকিয়ে ১৫ জন বাড়িতে ডুকে গলায় দা ধরে লক্ষাধিক টাকার স্বর্ণ ও রৌপ্য ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।ডাকাত দল চলে গেলে এলাকাবাসীকে জানায়,তারা জীবননগর থানায় ফোন দিয়ে বলে বিষয়টি।
জীবনধারা থানার ওসি মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে, বলেন থানায় একটি মামলা দায়ের করতে। তিনি দূত একশন নিবেন বলে আশ্বাস দেন।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন