ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
,ঠাকুরগাঁও জেলায় টানা বৃস্টি আর উজানের ঢলে পানি হু হু করে বাড়ছে। ফলে দুঃশ্চিন্তায় রয়েছে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়ন হরিনারায়ণ পুর মাস্টার পাড়ার মানুষ ।আকাশের পানির স্রোতে পানি ঢুকে নিচু এলাকা গুলোতে। পানি বৃদ্ধি হওয়ার কারনে বাড়ীর আশপাশে ৫০টি পরিবার এখন দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পানির নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে বন্যার পানিতে বসতভিটা প্লাবিত হওয়ার আশংকায় রয়েছে । ঐ এলাকার বসবাস করা মানুষেরা জানান, কয়েকদিনের বন্যার পানি অবস্থার সৃস্টি হয়েছে গরুর গোবরের ভিরা রাস্তার পাশে ঘরে থাকা মুশকিল হয়েছে। এলাকা বাসীর দাবী স্থানীয় জন প্রতিনিধি ও উদ্ধতন কৃতপক্ষে কাছে জোর দাবি জানিয়েছেন। তা না হলে ঘরে পানি ঢুকতে সময় লাগবে না। ৫০টি পরিবার পরিজন ও গবাদি পশু নিয়ে বিপদের মধ্যে এলাকার মানুষগুলো রয়েছেন।