নিজস্ব প্রতিবেদক
আসন্ন বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। রোববার রাতে দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান।বিএনপির মহাসচিব বলেন, করোনা মহামারি ও বন্যার মধ্যে বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মনে করে বিএনপির স্থায়ী কমিটি। এ জন্য বিএনপি এই উপনির্বাচনে অংশ নেবে না।নির্বাচন কমিশন আগামী ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপিনর্বাচনের তারিখ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেছেন, নতুন করে কোনো মনোনয়নপত্র জমা, দাখিলের প্রয়োজন নেই। যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল, সে অবস্থা থেকেই ভোটের কার্যক্রম শুরু হবে।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন