মিজানুর রহমান, সিংগাইর :
মানিকগঞ্জের সিংগাইরে উদ্ধার হওয়া এক নবজাতক থানা পুলিশেরমাধ্যমে হস্তান্তর করা হয়েছে। আজ ২০ মে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উদ্ধার হওয়া নবজাতককে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর গ্রামের রিয়াজ উদ্দিন ও মিশু আক্তার মোর্শেদা দম্পত্তির নিকট হস্তান্তর করেন।
জানা গেছে, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর গ্রামের রিয়াজ উদ্দিন ও মিশু আক্তার দম্পত্তি তাদের বাড়ির পাশ হতে আজ সকালে নবজাতকটিকে কুড়িয়ে পেলে থানা পুলিশকে অবহিত করেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ নবজাতকটির ভরণ পোষণের দায়িত্বভার রিয়াজ মিশু দম্পত্তি সদিচ্ছা পোষণ করলে তাদের নিকট হস্তান্তর করেন। ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, বিষয়টি
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার পড়ামর্শে ঐ দম্পত্তির নিকট হস্তান্তর করা হয়। এ সময় সিংগাইর থানা পুলিশের ওসি (তদন্ত) আবুল কালাম, উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।