লালপুর(নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুরে শনিবার ২২ মে সকালে বালিতিতা মুসলিমপুর ফোরকানিয়া মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান মাষ্টার (অবঃ) এর সভাপতিত্বে ও মোঃ আকরাম হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবী মমিনপুর মাদ্রাসার সুপার আলহাজ্ব এ এস এম মোকাররেবুর রহমান নাসিম,
উদ্যোক্তা হাসমত আলী মারহাবা, হাসমতজ্জামান, আলমগীর হোসেন, জমিদতার নাতি আরিফুর রহমান, আনিসুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমূখ।
৮০ জন মহিলা কোরআান শিক্ষার জন্য উপস্থিত ছিলো।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন