সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন

শফিকুল ইসলামঃ
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা। একই সাথে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

রবিবার ( ২৩ মে ) সকাল ৯.৩০ টায় ডিইপিজেডের উত্তর পাশে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিদের এই কর্মসূচীতে একাত্নতা ঘোষণা দিয়ে সেখানে যোগ দেন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মিরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম , সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, অর্থ সম্পাদক রিপন মিয়া, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম সহ প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক শ্রমিক এর সম্পাদক শাহিন আলম, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক স্বদেশ বিচিত্রা এর রিপোর্টার শফিকুল ইসলাম, দৈনিক আজকের বসুন্ধরা এর স্টাফ রিপোর্টার সুচিত্রা রায়, দৈনিক সরেজমিন এর প্রতিনিধি মোহাম্মদ আলী সিমান্ত, দৈনিক বর্তমান কথা এর আশুলিয়া প্রতিনিধি নেছার উদ্দিন খাঁন, দৈনিক সবুজ নিশাণ এর প্রতিনিধি নূরে আলম জিকু, দৈনিক শেমল বাংলা টিভি এর প্রতিনিধি নুর আলম সিদ্দিকি, এক্সপ্রেস নিউজ টিভি এর বাংলাদেশ সাভার প্রতিনিধি মাহবুব আলম মানিক, মোস্তাক আহমেদ, বাবুল মিয়া।

বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৫ ঘন্টা ধরে আটকে রেখে হেনন্তা করেছে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ঘটনার মূলহোতা অতিরিক্ত সচিবের কিভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন তা খতিয়ে দেখারও দাবি জানান বক্তারা। তারা বলেন, আজ দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে তখন এক শ্রেণীর সরকারী কর্মকর্তা সাংবাদিক নির্যাতনের মত গর্হিত কাজে জড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাইছেন। এদের চিহ্নিত করার দাবি জানান বক্তারা।

আরোও বক্তারা দাবি তোলেন, পেশাদার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে যারা কক্ষে দীর্ঘক্ষণ আটকে নির্যাতন করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এবং একই সাথে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। রোজিনাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আশুলিয়া সহ সর্বস্তরের সাংবাদিকেরা রাজপথ ছাড়বে না। ইনশাআল্লাহ।

দুর্গাপুজায় স্কুল-কলেজ ১১ দিন ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেইসঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুল-কলেজ বন্ধ থাকবে ৯ দিন। তবে সাপ্তাহিক...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x