আশুলিয়ার ভাদাইল গ্রাম থেকে কেশমত আলী ৫০ পিতা আমিন মন্ডল, গ্রাম করাই ডাঙ্গা, থানা সদর, জেলা মেহের পুর। তিনি আশুলিয়ার ভাদাইল গ্রামে সরকারী প্রাইমারী স্কুল সংলগ্ন , মেয়ের বাসায় বেড়াতে এসে গত ২২/০৫/২০২১ ইং রোজ শনিবার সকাল ৮ঘটিকায় সময় বাসা থেকে বাহির হয়ে আর বাসায় ফিরেনি।
তার আকৃতি লম্বা পাকা চুল চাপ দাড়ি ও কালো গোপ ,গায়ে সাদা শার্ট ও সবুজ লুঙ্গি পরা ছিল।তার আত্বীয় স্বজন ও গ্রামের বাড়ি খোজ খবর নিয়ে কোথাও না পেয়ে এব্যপারে আশুলিয়া থানায় সাধারন ডাইরী করা হয়েছে।
যদি কোন সুহৃদয় ব্যাক্তি তার সন্ধান দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে।যোগা যোগ ঠিকানাঃ সোহেল রানা ও হাসিবুল, ০১৭০১৬১৭৮৬২, ০১৭৭১৮৬১২৮৮
সন্ধান দাতাকে পুরস্কৃত করা হবে ।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন