কুতুবদিয়া সংবাদদাতাঃ
ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ এবং পূর্ণিমার জোয়ারে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। আজ (২৬ মে) দুপুরের জোয়ারে আলী আকবর ডেইল ইউনিয়নের কাহারপাড়া, কিরণপাড়া, সাইটপাড়া, কাজীরপাড়া, তেলিপাড়া, টেকপাড়া, দক্ষিণ ধূরুং ইউনিয়নের আলী ফকির ডেইল উত্তর ধূরুং ইউনিয়নের কাইসারপাড়া, নয়াকাটা ওয়াইজারপাড়া সহ প্রায় ২০টি গ্রাম তলিয়ে গেছে। ফলে গৃহহীন হয়ে পড়েছে প্রায় ১০ হাজার পরিবার। উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
সরেজমিনে আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকার সহ¯্রাধিক ঘরবাড়ী জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে শতশত পুকুর ও মাছের ঘের।
স্থানীয়রা জানান, সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৬/৭ ফুট বৃদ্ধি পাওয়ায় এসব এলাকা প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ বাড়লে রাতের জোয়ারে আরো এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নুরের জামান চৌধুরী বলেন- ‘দূর্গত এলাকাগুলো থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। তাদের জন্য পর্যাপ্ত শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক কাজ করছে।,