মিজানুর রহমান, সিংগাইর সংবাদদাতা :
মানিকগঞ্জের সিংগাইরে ইটভাটা উচ্ছেদ ও ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্থ চাষীরা মানববন্ধন করেছে ।আজ ৩১ মে সোমবার বেলা ৩ টার দিকে সিংগাইর উপজেলার বাস্তা- মানিকনগর সড়কের জামির্ত্তা-হাতনি এলাকায় নির্মিত ৪ টি ইটভাটার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এতে প্রায় ৩ শতাধিক ক্ষতিগ্রস্থ চাষীরা অংশ নেন । এতে ক্ষতিগ্রস্থ চাষীদের পক্ষে দাবি আদায়ে বক্তব্য রাখেন আ’লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মোল্লা, থানা যুবলীগ নেতা শাহিনুর রহমান সেন্টু, আমজাদ হোসেন প্রমূখ ।
আবুল বক্তব্যে বলেন, ৩ ফসলি জমিতে এই ইটভাটা গুলো নির্মাণের শুরুতেই আমরা এর বিরোধিতা করেছি । এখনও করবো ভবিষ্যতেও করবো ।
যেখানে জননেত্রী শেখ হাসিনা নিজে বলেছেন , কৃষক বাঁচলে বাঁচবে দেশ । তাই আমরা কৃষকদের পক্ষ নিয়ে ৩ ফসলি জমিতে নির্মিত ৪ টি ইটভাটা উচ্ছেদসহ ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্থ চাষীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি ।
উল্লেখ্য যে, ঐ এলাকার জামির্ত্তা, হাতনি ও চাপড়াইলসহ আশপাশের শত শত বিঘার পাকা ধান ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় পুড়ে গেছে । সিংগাইর কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা চাওয়া