জীবন নগর উপজেলায় বালি হুদা গ্রামে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ব্রিক্রি করার জন্য ভাম্যমান আদালত অভিযানে ১,৫০,০০০ টাকা জরিমানা আদায়।
গতকাল (০৬জুন)দুপুর ৩টার সময় এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে অবহুত ছিলেন জীবন নগর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন, আর এই অভিযানে বালিহুদা গ্রামের হিরো ব্রিক্সের মালিক আতিয়ার রহমান কে মাটিওবালি আইন ব্যবস্থাপনায় ৫০,০০০ টাকা জরিমানা আদায় করে ভাম্যমান আদালত।
সেই সাথে মাটি বহনকারী ৫ টি ট্রাক্টর ড্রাইভারকে ২০,০০০ টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।আর এই জরিমানা করা হয়, অবৈধভাবে পুকুর খনন করে মাটি ইটভাটায় হস্তান্তর ও সড়ক খুড়ে নষ্ট করার জন্য।
আর এই জরিমানা কৃত ট্রাক্টর চালকরা হলেন, কন্দপুর গ্রামের মৃত মোল্লা মন্ডলের ছেলে আলম ২০,০০০ টাকা,সুটিয়া গ্রামের আঃ মোতালেবের ছেলে সাগরকে ২০,০০০টাকা, রবিউল হকের ছেলে সুমনকে ২০,০০০ টাকা ও কাটাপোল গ্রামের দুখু মিয়ার ছেলে বাদুকে ২০,০০০ টাকা সহ মোট ১লক্ষ ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করে।