মিজানুর রহমান, সিংগাইর :
মানিকগঞ্জের সিংগাইরে রাস্তা দখল করে যানজট ও গণ উপদ্রব তৈরি করার দায়ে জামাল উদ্দিন ( ৬৫) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জড়িমানা করা হয়েছে ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডাবলব্রীজ সংলগ্ন এলাকায় রাস্তা দখল করে যানজট ও গণ উপদ্রব তৈরি করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেয়া হয় ।
ভ্রাম্রমান আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা ।
1784
Shares
শেয়ার করুন
শেয়ার করুন