টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান মতির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি সদর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাপ্ত করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহুরুল আমিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আ. রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহম্মেদ দেলু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিনসহ বারো ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।