মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের কাছে মাঝ নদীতে বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কাজ করার সময় চীনা প্রকৌশলী মিস্টার জো (২৫) নিখোঁজ হন। সহকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা এই প্রকৌশলী কোনোভাবে উত্তাল পদ্মায় পড়ে তলিয়ে গেছেন।
মঙ্গলবার রাতে উপজেলার শিমুলিয়াঘাটের ৩ নম্বর ফেরিঘাট বরাবর পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। বুধবার দুপুর ১২টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, আমরা সন্ধান অব্যাহত রেখেছি। আমাদের সঙ্গে মুন্সীগঞ্জ ও শ্রীনগর ফায়ার সার্ভিস যোগদান করেছে।
তিনি আরো বলেন, প্রকৌশলী নিখোঁজের খবর পেয়ে রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে নৌ-পুলিশের সদস্যরা। রাতের শিফটে কাজ করার জন্য পদ্মা সেতুতে এসেছিলেন নিখোঁজ ওই প্রকৌশলী।
1642
Shares
শেয়ার করুন
শেয়ার করুন