কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাধীন ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুণ্য ঘোষণার পরে উক্ত পদে প্যানেল চেয়ারম্যান নিয়োগেও জটিলতা তৈরি হয়েছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১শাখার প্রজ্ঞাপন নং ৪৬.০০.৪৯০০.০১৭.২৭.০০৫. ২০২১.৪৬৬ তারিখ-০৬ জুন ২০২১ মোতাবেক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা মোতাবেক শুণ্য ঘোষণা করা হয়।
তারই প্রেক্ষিতে গত ১০ জুন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের অবগতির জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫(২) ধারা মোতাবেক ইউনিয়নটির চেয়ারম্যান পদ শুণ্য ঘোষণা করেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণার পরে ইউনিয়ন পরিষদ কার্যালয় এর কার্যক্রম পরিচালনার জন্য অত্র ইউনিয়ন পরিষদ সদস্যগণ প্যানেল চেয়ারম্যান হিসেবে বাদশা মিয়া ও হযরত আলী এবং আকলিমা বেগমের নাম প্রস্তাব করেন। প্যানেল চেয়ারম্যান হিসেবে প্রস্তাবিত ওই তিন ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় প্যানেল চেয়ারম্যান নিয়োগে জটিলতা তৈরি হয়েছে।
প্যানেল চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত জটিলতার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস জানিয়েছেন, ইউনিয়নটির শুণ্য হওয়া চেয়ারম্যান পদটি পূরণের জন্য আগ্রহী তিন জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এখন পর্যন্ত পদটি পূরণ সম্ভব হয়নি।
বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমরা ইতিমধ্যেই এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে তাঁদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।