মিজানুর রহমান, সিংগাইর :
মানিকগঞ্জের সিংগাইরে দীর্ঘ যাবৎ সংস্কার কিংবা পুনসংস্কারের অভাবে একাধিক গ্রামীণ জনপদ বেহাল দশায় পরিণত হয়েছে । এতে করে বেড়েছে চরম জনদূর্ভোগ ও ভোগান্তি ।সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা-জাইল্লা রাস্তাটির বর্তমান অবস্থা খুবই বেহাল । রাস্তাটি এতটা বেহাল যে, ছোট যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়াটাই যেন সেখানে রীতিমত বিপজ্জনক । অসুস্থ কোন রোগী কিংবা গর্ভবতীকালে কোন সন্তান সম্ভাবা মায়ের জন্য কোন রিক্সা যেতে রাজি হয়না সহজে । তাছাড়া জনজীবনে জনপদটি বেশ গুরুত্বপূর্ণ ।
এ এলাকায় রয়েছে সরকারি- বেসরকারি চাকুরিজীবি, ছোট-বড় ব্যবসায়ী, রয়েছে কৃতি শিক্ষার্থীসহ কৃষক, শ্রমিক বিভিন্ন পেশাজীবী লোকজন । এছাড়াও রয়েছে মাদকাসক্তদের পুনর্বান কেন্দ্র । এলাকাবাসির অভিযোগ, এ এলাকায় ইটের ভাটা নির্মিত হবার পর হতেই যাতায়াতে গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত ভঙ্গুর দশায় পরিণত হয়েছে ।
প্রতিনিয়ত মাটি ও ইটবোঝাই ট্রাক চলাচলে শুকনো মৌসুমে সহ্য করতে হচ্ছে ধুলোবালি । পুরো গ্রাম এমনকি মাঠের ফসলসহ ধুলোবালি উড়ে সাদা হয়ে যায় । আর বর্তমান চলছে বৃষ্টি মৌসুম । বৃষ্টিতে রাস্তাটি চেনা যায়না । চলাচলের পুরো অনুপযোগী হ্রযে পড়েছে গ্রামীন এ জনপদটি ।
সম্প্রতি এ লাকার সচেতন এক নাগরিক বিশিষ্ট ব্যবসায়ী মহিদুর রহমান তার ফেজবুকে এ রাস্তাটির জরাজীর্ণতা নিয়ে পোস্ট করলে ভাইরাল হয়ে সাংবাদিকদের নজড়ে আসে । অপরদিকে একই উপজেলার ধল্লা ইউনিয়নের ভাটিরচর গ্রামের রাস্তাগুলো দীর্ঘদিন যাবৎ সংস্কার না করাতে বেহাল দশায় পরিণত হয়েছে ।
জনজীবনে গ্রামাঞ্চলে গ্রামীন জনপদের ভূমিকা অপরিসীম । এলাকার উন্নয়ন অনেকটা যাতায়াতের উপর নির্ভর করে । এ এলাকার বেশির ভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত । শাক-সবজি চাষ হচ্ছে বেশির ভাগ জমিতে । সরজমিনে গিয়ে দেখা গেছে, শাক সবজি চাষীরা বিকালে ক্ষেত থেকে তোলে ঢাকার বাজারে বিক্রির উদ্যোসে কাজে চলছে মহাকর্মযজ্ঞ ।
পাশেই ভঙ্গুর রাস্তায় অপেক্ষমান মালবাহি ছোট ট্রাক দাড় করানো । এ এলাকার ভাটিরচর টু খাশেরচর এবং ভাটিরচর টু ঢাকার সাভারের নদীঘাট পর্যন্ত রাস্তাটি কোথাও কোথাও ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । আর বেশি বেহাল দশা খাশেরচর-ভাটিরচর যুবলীগ নেতা কহিনুরের বাড়ি হতে উত্তর ভাটিরচর সীমান্ত এলাকায় যাকার রাস্তাটি ।
এমন গ্রামীন জনপদ বহু রয়েছে যেগুলো অতি সত্বর সংস্কার জরুরি । স্থানীয় বাসিন্দাদের যা প্রাণে্র দাবি সংশ্লিষ্ট কার্যালয়ের প্রতি ।