আওয়ামী লীগের দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ মনোনীত আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।অপরদিকে, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আওয়ামী লীগের অ্যাডভোকেট আবুল হাসেম খান।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আওয়ামী লীগের এই দুই প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এ বিষয়ে দুই রিটার্নিং কর্মকর্তা শুক্রবার গণবিজ্ঞপ্তি করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

উল্লেখ্য, রাজধানীর শাহ আলী ও দারুসসালাম থানা, বৃহত্তর মিরপুরের অর্ধেক, রূপনগরের আংশিক, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-১৪ আসন। আসনটি আওয়ামী লীগের আসলামুল হকের মৃত্যুতে শূন্য ঘোষিত হয়। করোনা সংক্রমণের কারণ দেখিয়ে জাতীয় পার্টি’র মোস্তাকুর রহমান, বিএনএফ এর কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এছাড়া গত রোববার বিকেলে কুমিল্লার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে গিয়ে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন জাপার প্রার্থী জসিম উদ্দিন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর মৃত্যুতে কুমিল্লা-৫ আসনটি শূন্য হয়।

ডিসি পদ নিয়ে সচিবালয়ে হট্টগোল: শাস্তি পাচ্ছেন যে ১৭ জন

জেলা প্রশাসক (ডিসি) পদায়নকে কেন্দ্র করে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের রুমে হাতাহাতির ঘটনায় ১৭ উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x