মিজানুর রহমান, সিংগাইর :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রবীন আ’লীগের ত্যাগী নেতা আলহাজ্ব মুশফিকুর রহমান খাঁন হান্নান সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের বড়াটিয়া বাজার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ।
আজ রোববার বেলা ৩ টার দিকে তিনি সিংগাইরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বড়াটিয়া বাজার সংলগ্ন কালিগঙ্গা নদীর স্রোতের তোপে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন । উপজেলা পরিষদের চেয়ারম্যান হান্নানের সাথে এ সময় ঐ ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার সাজেদুল আলম স্বাধীন উপস্থিত ছিলেন । মুশফিকুর রহমান হান্নান বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনে আমি আজকে এ চেয়ারে বসার অধিকার পেয়েছি ।
তাই তাদের সুখে দুঃখে আমাকে তাদের পাশে দাড়াতে হয় । এর আগে এ এলাকার ভাঙ্গনরোধে সংশ্লিষ্টদের নিকট যোগাযোগসহ তোদবীর করেছিলাম তাই জিও ব্যাগ ফেলানো হয়েছিল ।
কদিন যাবৎ ঐ এলাকার অনেকে জানাচ্ছে যে কালিগঙ্গার নদীর স্রোতের প্রভাবে বড়াটিয়া বাজার এলাকা ভাঙ্গনের মুখে পতিত হয়েছে ।
তাই ঘরবাড়ি ভাঙ্গনে আতঙ্কিত পরিবারগুলোর সাথে স্বাক্ষাৎ করেেদ তাদের কথা দিয়েছি এখানে ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নিতে আমার পক্ষ হতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে । জনপ্রিয় এ উপজেলা চেয়ারম্যান আরও বলেন, ভাঙ্গন এবার অপর প্রান্ত হতে হচ্ছে ।