রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতাঃ
ঝালকাঠির রাজাপুরে আদালতের রায়কে অমান্য করে সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে সৈয়দ মামুন হোসেনের বিরুদ্ধে।
রবিবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরের হাট বাজার এলাকায় ‘রাজাপুর- আমুয়া- বামনা পাথরঘাটা’ আঞ্চলিক মহাসড়কে এ অভিযোগ দেখা যায়। সৈয়দ মামুন উপজেলার পুটিয়াখালী এলাকার সৈয়দ রুস্তুম আলীর ছেলে।
সরোজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানা যায়, স্থানীয় মৃত হোসেন আলীর এক ছেলে রুস্তুম আলী সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ শুরু করেন। তার অপর ভাই ফারুক হোসেন ঐ জমি নিজের দাবী করে আদালতে যায়।
আদালত সরেজমিন প্রতিবেদন বিশ্লেষন করে ২০১৫ সালের ৩১ মার্চ রায় দেন। রায়ে উল্লেখ করেন যে ঐ জমি তাদের দুই পক্ষের কারোই নয়।
ইহা সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন সরকারী জমি। তার পরেও আদালতের রায় অমান্য করে সৈয়দ মামুন জোড়পূর্বক ভবনের কাজ শুরু করেন।
অভিযুক্ত সৈয়দ মামুন জানায়, তিনি ঢাকায় ছিলেন আদালতের ব্যাপারে তিনি কিছুই যানে না।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুজা ম-ল বলেন, গালুয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ঘটনা স্থলে পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি উচ্ছেদ নোটিশ পাঠিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলা হবে।