আলমগীর ইসলাম
গাইবান্ধার সাদুল্লাপুরে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুতের তারে শক লেগে এক সমর্থকের মৃত্যু হয়েছে।
সরেজমিনে জানা যায় – গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খৌর্দরসুলপুর গ্রামের নওশা মন্ডলের পুত্র স্বপন মন্ডল(৩৫) আর্জেন্টিনার পতাকা নিজ ঘরের ছাদের রডের সাথে স্টীল পাইপ দিয়ে লাগাতে গিয়ে ঘরের ওপরে ১১০০০ ভোল্টেজ তারে স্পর্শ হলে বুধবার দুপুর ১২.৩০ ঘটিকায় এমন দূর্ঘটনা ঘটে।
ঐ মৃত্যু ব্যক্তির দুজন শিশু সন্তান রয়েছে।
অদ্য বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
737
Shares
শেয়ার করুন
শেয়ার করুন