কামরুল হাসান রানাঃ
ঝালকাঠির রাজাপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খাদ্য সামগ্রী দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেননাবাহিনী। বৃহস্পতিবার সকালে উপজেলার ডাকবাংলো চত্ত¡রে শেখ হাসিনা সেনাবাহিনী-৭ পদাতিক ডিভিশন বরিশাল ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আজাহার হোসেন উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে অসহায় পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, আটা, তেল, চিনি, ডাল, লবন। অসহায় মানুষ খাদ্য সহায়তা হাতে পেয়ে খুশি মনে বাড়ি ফেরে।
উল্লেখ্য গত বছর করোনা কালে লকডাউনের সময় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন গুলো অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেও এ বছরের চিত্র ভিন্ন। উপজেলা প্রশাসন ত্রাণ বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। ফলে কর্মহীন অসহায় মানুষ রয়েছে চরম অসুবিধায়।