ষ্টাফ রিপোর্টার :
সাভারের বিরুলিয়া ইউপির জনপ্রিয় সদস্য মনির মেম্বার তার নিজ অর্থায়নে করেছেন রাস্তা মেরামত ।গত মঙ্গলবার তিনি আকরাইন-সাদুল্লাপুর সড়কের বাগ্নীবাড়ি এলাকার আশেক আলীর মার্কেট হতে ঈদগাহ মাঠ পর্যন্ত প্রায় আধা কিঃ মিঃ ভঙ্গুর বেহাল রাস্তা মেরামত কাজ করেন দিনব্যাপী ।
মনির মেম্বার বাগ্নীবাড়ি ফকির পাড়া মহল্লার সাবেক জনপ্রিয় মেম্বার ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হক এর সুযোগ্য উত্তরসূরি সন্তান ।
তার নিজ এরাকায় রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা । জনগণের দুঃখে সুখে সব সময় পাশে থেকে সেবার ব্রত নিয়ে এগিয়ে চলা এই মেম্বারকে অনেকেই আগামীতে চেয়ারম্যান পদে দেখতেও ব্যাপক আগ্রহ প্রকাশ করেন ।
জনগন মনে করেন বিরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহদুল হাসান আলালের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অনেকাংশে কেটে যাবে এই মনির মেম্বারের বদৌলতে ।গরিব দুখিদের বিপদের সহায়তাকারী হিসেবে ও দানবীর হিসেবে রয়েছে তার ভূয়সী প্রশংসা ।
করোনার প্রথম ছোবলের দিকেও তিনি নিজ অর্থায়নে বহু ত্রাণ সামগ্রী বিতরণ করেন । প্রতি বছরের দুটি ঈদকে কেন্দ্র করে নিজ বাড়িতে বিলিয়ে থাকেন যাকাতের কাপড়, নগদ অর্থসহ বিভিন্ন ঈদের খাদ্য সামগ্রী । তার মহৎ কর্মকান্ডই তাকে জনপ্রিয়তার সুউচ্চ শিখরে নিয়ে গেছে ।
এলাকাবাসিও চাচ্ছেন আগামীতে তাদের জনপ্রতিনিধিত্ব ভার হাতেই থাকবে এমন প্রত্যাশা করছেন তার কর্মী সমর্থকরা ।