মোঃ কামরুল হাসানঃ
কারো কোন দায়বদ্ধতা নেই, টি এন্ডটি একটি রাস্ট্রয়াত্ব প্রাতিস্ঠান, এর এক কর্মচারী এখানে একটি গরুর ফার্ম, হাঁসমুরগি পালন এমন কি শুকনো লাকড়ির ব্যাবসা করে।
বর্তমানের ময়লা মুল রাস্তা গড়িয়ে রাজাপুরের এক মাত্র খেলার মাঠে পড়ছে।এই পাড়ার বাসিন্দা দের নাক চেপে হাঁটতে হয়।
আসলে টি এন্ড টি এর খামারের দুধ কি কর্তা ব্যাক্তিদের বাসায় যায়? এই খেলার মাঠটি বাঁচাতে দীর্ঘ এক বছর সংগ্রাম করেছেন এলাকার সাধারণ মানুষ , এন্ড টির সকল অবস্থায় পনার বিরুদ্ধে অতিদ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন রাজাপুর উপজেলার সকল জনগন।
522
Shares
শেয়ার করুন
শেয়ার করুন