মিজানুর রহমান, সিংগাইর :
মানিকগঞ্জে ৭ টি থানার অফিসারদের নিয়ে জেলা পুলিশের আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুড়িবোর্ড গঠনের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা ।
পাশাপাশি ওসি তদন্ত হিসেবেও একই থানার আবুল কালাম নির্বাচিত হয়েছেন । তাদের ২ জনের হাতেই ক্রেষ্ট ও সনদ তোলে দেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম ।
আজ সোমবার দিনব্যাপী জেলা পুলিশের আয়োজিত সভা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
সভায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) হাফিজুর রহমান টিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা ( পিপিএম), সিংগাইর সার্কেল সহকারী পুলিশ সুপার রেজাউল হক প্রমূখ ।
উল্লেখ্য যে, ওসি সফিকুল ইসলাম মোল্লার আধুনিক তথ্য প্রযুক্তিগত বিদ্যা এবং দুর্দশী নেতৃত্বকে কাজে লাগিয়ে সিংগাইরের অপরাধের লাগাম শক্ত হাতে টেনে ধরেছেন ।
ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, ভাল পারফরমেন্সের স্বীকুতি স্বরুপ পুরষ্কার হাতে পাওয়া অত্যন্ত সম্মান ও গৌরবের । যেটা আমাদের দায়িত্ব পালনে আরো বেশি বেগবান করতে সহায়তা করবে ।