আশুলিয়ায় গরু চোর চক্রের ৫ সদস্য আটক

ঈদুল আযহা ঘিরে সক্রিয় হওয়া গরু চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এঘটনায় দুটি গরু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- বগুড়া জেলার কাহলু থানার আরোলা গ্রামের রমজান আলীর ছেলে আলী আজম (৩০), একই জেলার সদর থানার কাঠনাল পাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মকুল শেখ (৪৫), একই জেলার সাজাহানপুর থানার শাহাপাড়া এলাকার মৃত নুর হোসেন মিয়ার ছেলে শাকিল হাসান (২০), একই জেলার নন্দী গ্রাম থানার শহরপুড়ী গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮) ও আশুলিয়ার ধলপুর এলাকার ইমান আলী শেখের ছেলে সোমেজ শেখ (৪০)।

তারা সবাই আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার বিভিন্ন বাসায় ভাড়া থাকতো। এদের ভেতর আব্দুল মজিদ ও আলী আজমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪ টি মামলা রয়েছে৷

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার কাঠগড়ায় এলাকা থেকে চুরি হওয়া দুই গরুসহ তাদেরকে আটক করা হয়েছে।সেই সাথে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে৷

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ সাংবাদিকদের  বলেন, কিছুদিন আগে আশুলিয়ার বাগবাড়ি থেকে গরু চুরি হয়।সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আটক চোরদের ভেতর একজনের উপর আমরা নজর রাখি।

আজ সন্ধ্যাই সেই গরুগুলো দেখতে পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সঙ্ঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে জানা যায়।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আশুলিয়ায় ষড়যন্ত্র মূলক মামলার বিরুদ্ধে বিএনপি নেতা আব্দুল গফুর মিয়ার  সংবাদ সম্মেলন

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার নামে ষড়যন্ত্র মূলক মামলা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x