সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অঙ্গীকার ও জাতীয় সংসদে ডেপুটি স্পিকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি’র প্রচেষ্টায় ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের আওতায় গাইবান্ধা’র সাঘাটা উপজেলায় ৮০টি ঘর বরাদ্দের মধ্যে ৪০টি ঘর ভূমিহীন ও গৃহহীন নির্মান কাজ সম্পন্ন।
বাকি ৪০টি ঘরের কাজ সুষ্ট ভাবে দ্রুত গতিতে এগিয়ে চলছে। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত তুহিন হোসেন জানান, ইতিমধ্যেই মাটি ভরাট এবং ৪০টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে এবং অতি শিঘ্রই উপজেলার বাকি ৪০টি ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের নির্মান কাজ শেষ হবে।
এখন শুধু মাত্র প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু জানান এই প্রকল্পের মাধ্যমে অসহায়, দুস্থ, হত দরিদ্র পরিবারদের দীর্ঘদিনের দুঃখ দূরদশা মোচন হবে।
এ ব্যপারে কামালেরপাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু জানান প্রধানমন্ত্রীর এ পরিকল্পনায় সাধারণ অসহায় মানুষের মধ্যে সস্তি ফিরে এসেছে।
তবে এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি সংখ্যক ঘর বরাদ্দ দিলে সারা দেশের অসহায় মানুষ গুলো উপকৃত হবে।