তাহসানুর রহমান শাহ জামালঃ
জীবন নগর উপজেলার নবাগত ইউএনও আরিফুল ইসলাম কে স্বাগত ও একগুচ্ছ ফুলের শুভেচ্ছা জানালেন। হাসাদাহ প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সভাপতি ডি এম মতিয়ার রহমান, সেক্রেটারি আবু মোতালেব (মাষ্টার), কোষাধ্যক্ষ বদরুজ্জামান (শ্যামল), নয়া দিগন্তের স্টাপ রিপোর্টার আতিয়ার রহমান সহ হাসাদাহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
আজ রবিবার(১৮জুলাই) সকাল ১০:৩০ মিনিটে স্বাগত জানিয়ে এ পরিচয় মেলা অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত ইউএনও আরিফুল ইসলাম বলেন,হাসাদাহ প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
সভাপতি ডি এম মতিয়ার রহমান এবংসেক্রেটারি আবু মোতালেব, কোষাধ্যক্ষষ বদরুজ্জামান (শ্যামল) ও সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান হাসাদাহ প্রেসক্লাবের উপস্থিত সদস্য মোঃআব্বাস আলী,তাহসানুর রহঃশাহজামাল,সবুর হোসেন,সুমি প্রধান,এম আই আতিয়ার সহ জীবন নগর উপজেলার সকল সাংবাদিক বৃন্দ কে অভিনন্দন জানান তিনি।
এসময় হাসাদাহ প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সভাপতি ডি এম মতিয়ার রহমান বলেন,গত ২৬শে জুন আমার করোনা পজিটিভ আসায় আপনাকে স্বাগত জানাতে পারিনি। অবশেষে সুস্থ হয়ে, আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো।
এবং জীবন নগর উপজেলায় আপনাকে স্বাগতম ও আপনার প্রসংসার কথা শুনেছি অনেক যার জন্য আজকে উপস্থিত হয়েছি সকলে।
এর আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন এস এম মুনিম লিংকন। তিনি বর্তমান যশোর সদর উপজেলায় বদলি হয়েছেন।