জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচে বড় লক্ষ্য তাড়া করে ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। ১৯৪ রানের লক্ষ্য তাড়া করার জন্য বাংলাদেশ আগে থেকেই কিছু পরিকল্পনা করেছিল এবং সেগুলো সঠিকভাবে সম্পাদন করতে পারায় জয় এসেছে বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টস জিতে আগে ব্যাট করে পাঁচ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের হয়ে তাদিওয়ানাশে মারুমানি ২৭, ওয়েসলি মাধেভেরে ৫৪ ও রেগিস চাকাভা ৪৮ রান করেন।
সফরকারীদের হয়ে সৌম্য সরকার দুটি, সাকিব আল হাসান, সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন। জয়ের পেছনে সবার অবদান আছে বলে অকপটে স্বীকার করেছেন রিয়াদ।
টি টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘ছেলেরা তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। সবাই দলের জন্য অবদান রেখেছে। সৌম্য যেভাবে ব্যাটিং করেছে, সাকিব যেভাবে ব্যাটিং করেছে- সবার অবদান ছিল। শেষে শামীম তো দুর্দান্ত একটি ইনিংস খেলল।
কুইক ফায়ার ইনিংস! সবমিলিয়ে দারুণ ব্যাটিং হয়েছে এবং এটি সম্মিলিত প্রচেষ্টায় এসেছে।’