মোঃ কামরুল হাসান রানা
রাজাপুর ডিগ্রী কলেজ সংলগ্ন বিধবা আছিয়া বেগম দুই প্রতিবন্ধী মা ও মেয়ে বৎসর এর পর বৎসর অন্যের ভাঙা ঘরে বসবাস করে
সেই ঘড়েও বৃষ্টির পানিতে থাকতে খুবই কষ্টকর, তাই তাদের কষ্টের আহাজারি দেখে রাজাপুর সাধারণ মানুষের দাবি অতি শীঘ্র তাদের বসবাস করার জন্য একখানা ঘরের ব্যবস্থা করার জন্য।
এরা দুই মা ও মেয়ে মানুষের কাছে ভিক্ষা ১ টাকার বেশি চায় না, এই পরিবারটি ঘর পাওয়ার উপযুক্ত
তাই সকলের সহযোগিতা চেয়েছেন উক্ত পরিবার,
দৃষ্টি আর্কশনঃ- যথাযোগ্য কতৃপক্ষের কাছে,
গত বৎসর সাবেক ছাএলীগ নেতা জনাব আবু মুসা সোহাগ
কিছু পলিথিন কিনে চালে দেওয়ার ব্যাবস্থা করেছিল অন্যের ঘর বিধায় টিন দেয়া সম্ভব হয়নি, তাই রাজাপুর উপজেলার সকলের দাবি এই অসহায় পরিবারের জন্য একখানা ঘরের ব্যবস্থা করা হয়।
954
Shares
শেয়ার করুন
শেয়ার করুন