আশুলিয়া সংবাদদাতাঃ
আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়া জব্বার মার্কেট এর পৃর্র পাশে একটি শ্রমিক কলোনীতে দুইটি বসতঘর পুড়ে গেছে।
আজ ৩০ শে জুলাই রাত ১,৩০ দেরটার দিকে এ ঘটনা ঘটে। বাড়ীর ভাড়াটিয়ারা বলেন, ঐ রুমে ফাহিমা আক্তার তার পরিবার নিয়ে ভাড়া থাকত। ঈদের ছুটিতে বাড়ি চলে গেছে। তার রুমে বিতরে ফিরিস ছিল সেখান থেকে আগূনের সৃত্র পাত হতে পারে তাদের ধারণা।
আগুনে ক্ষতিগ্রস্ত ফাহিমা বাসায় না থাকায়, গভীর রাতে প্রতিবাসীদের চিৎকারের শব্দ শুনে বাড়ি অন্য ভাড়াটিয়ারা ঘুম থেকে উঠে দেখে আগুন চার দিকে ছড়িয়ে পরেছে।
এলাকাবাসী গিয়ে প্রয় এক ঘন্টা চেষ্টাকার পর আগুন নিবাতে সক্ষম হয়। আগুনে দুটি রুম বসতঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা যায়নি।
366
Shares
শেয়ার করুন
শেয়ার করুন