রফিকুল ইসলামঃ
টাংগাইল সদর থানার মাহমুদ নগর ইউনিয়নের কুকুরিয়ার কোরেশ নগর ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক ,সফল ছাত্র গঠনের অন্যতম কারিগর,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (মজনু মাষ্টার) ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে এক ছেলে তিন মেয়ে সহ গুনিজনদের রেখে গেছেন।
আজ ২ রা আগোষ্ট সোমবার সকাল ৯ ঘটিকায় সময় নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (মজনু মাষ্টার) ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে মাহমুদ নগর ইউনিয়ন বাসি ও কুকুরিয়ার এতিম খানাসহ কোরেশ নগর ফাজিল মাদ্রাসার ছাত্র, শিক্ষক মন্ডলী সবাই শোক প্রকাশ করেছেন।
তার পরিবার, মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন।
যোহর নামাজের পর কুকুরিয়া কোরেশ নগর ফাজিল মাদ্রাসার সামনে জানাজা নামাজ শেষে কুকুরিয়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
829
Shares
শেয়ার করুন
শেয়ার করুন