টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে।এই সময়ে জেলায় ২১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টা হতে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৮১৮টি নমুনা পরীক্ষা করে ২১০ জনের দেহে করোনা শনাক্ত হয়।
আক্রান্তের হার ২৫ দশমিক ৬৭ শতাংশ। জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭১৪ জন। মোট আক্রান্তের হার ২৫ দশমিক ৬৭ শতাংশ।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ জন, উপসর্গ নিয়ে ২৭ ও আইসিইউতে ৪ জন রোগী ভর্তি রয়েছেন।
সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইল সদর উপজেলায় দুজন, কালিহাতী, বাসাইল ও ভূঞাপুরে একজন করে মৃত্যুবরণ করেছেন।
এ ছাড়া উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।