আফগানিস্তানের আরো একটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। ২৪ ঘণ্টার ব্যবধানে তালেবানরা জাভজান প্রদেশের রাজধানী শেবারগান শহর দখল করেছে শনিবার। প্রদেশটির ডেপুটি গভর্নরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
জাভজানের ডেপুটি গভর্নর কাদের মালিয়া এএফপিকে বলেছেন, ‘সরকারি বাহিনী ও কর্মকর্তারা বিমানবন্দরে দিকে চলে গেছে।’ এছাড়া আর কোনো তথ্য দেননি তিনি।
এর আগে বিদ্রোহীরা শুক্রবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে নেয়। আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পর হতে তালেবান সেখানে বেশ দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে। তার মধ্যেই তারা প্রথম কোন প্রাদেশিক রাজধানী দখল করলো।
সূত্র: এএফপি।
762
Shares
শেয়ার করুন
শেয়ার করুন