বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। আজ পুনাক সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা চত্বরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
ক্যাম্পে ৬ জন চিকিৎসক প্রায় তিন শতাধিক রোগীকে গাইনি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি ও মেডিসিন সংক্রান্ত রোগের প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, বঙ্গমাতার জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের অনুমতি প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি সশ্রদ্ধ সালাম। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
আগস্টকে বাঙালির শোকের মাস উল্লেখ করে পুনাক সভানেত্রী বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য এক কলঙ্কময় অধ্যায়। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।
এর আগে পুনাক সভানেত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, এসবি’র অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পুনাক’র কোষাধ্যক্ষ নাফিস সিদ্দিকী, সমাজ কল্যাণ সম্পাদিকা তৌহিদা ইসলাম এবং ডা. প্রথমা রহমান উপস্থিত ছিলেন।