জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবএর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল ৫ টায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর বাজারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কাদের দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকার, সাধারণ সম্পাদক সোহেল মোল্লা,শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন প্রমানিক,সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সালাহউদ্দিন সরকার আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ইয়ারপুর ইউপির ৫নং ওয়ার্ড সদস্য বকুল হোসেন সরকারসহ যুবলীগের অন্যানো নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হন।
পরে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ররুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।