আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তাদের নিকট হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহষ্পতিবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।
এরআগে, বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটকরা হলো- অসীম আলী (২৭),আপন ইসলাম (২০) ও দেলোয়ার হোসেন (১৮)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ০৯.২০ ঘটিকার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ২০.৩৮ কেজি গাঁজা, ০৩ টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ৩,০৮২ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবত পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে অভিনব কায়দায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলো।এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।