সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ই আগষ্ট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম বিপ্লব। সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশীদ হিরু,
যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, উপজেলা পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, সাঘাটা উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল হামিদ, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ।