শফিকুল ইসলামঃ
আশুলিয়ার পুরাতন রপ্তানির সামনে একটি বালু বাহি ট্রাকের (চট্র মেট্রো – ট ১১ – ৯০৬৭) সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন জন আহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা ৪,৩0 টার দিকে আশুলিয়ার পুরাতন রপ্তানি গেটের সমনে দুর্ঘটনা ঘটে।
জানায মুনু মিয়া ( ৪০ ) আশুলিয়ার মধ্যে গাজীরচট মাটির মসজিদ এলাকার ছোরহাব মিয়া ছেলে, তার স্তী ও পাঁচ বছরের ছেলে কে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ই পাড়া থেকে আশার সময় রপ্তানি গেটের সামনে পৌঁছালে পিছন থেকে একটি বালু বাহি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল সহ ট্রাকের নিচে পরে যায়।
এতে মোটরসাইকেল আরোহী মুনু মিয়াসহ তিন জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
810
Shares
শেয়ার করুন
শেয়ার করুন