জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৬ আগস্ট) দুপুরে শহরের সবুজবাগ জামে মসজিদে জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।এতে অংশ নেয় জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ,
টাঙ্গাইল পৌরসভার কাউন্সিল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আলীম, জেলা তাঁতী দলের আহ্বায়ক শাহ আলম মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান সোহেল, জেলা উলামা দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী,
বিএনপি নেতা মামুন মোর্শেদ, অমিনুর রহমান আমিন, জেলা যুবনেতা রেজাউর রহমান রুমেল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবিদ হাসান ইমন, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম রফিকসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।