শফিকুল ইসলামঃ
আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৫২ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ সোহরাব আলী (৬৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল।
বুধবার (১৮ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।
এরআগে, মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার সোহরাব আলী (৬৯) চাঁপাইনবাবগঞ্জ জেলার বসিন্দা বলে জানা যায়।
র্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ সময় তার নিকট হতে প্রায় ৫২ লক্ষ টাকা মূল্যমানের ৫২০ গ্রাম হেরোইন, ১ টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ১,৮৬০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।