মিজানুর রহমানঃ
দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে মানিকগঞ্জের সিঙ্গাইরে জনসচেতনতামূলক ট্রাফিক আইন বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) উদ্যোগে সোমবার (১৭ আগষ্ট) সকাল ১০ টায় শুরু হয়ে মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে এই কর্মশালা শেষ হয়। এতে বাস-ট্রাকসহ উপজেলার ছোট-বড় যানবাহনের ৩০ জন চালক অংশ নেন।
উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা, সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার, থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম ও উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর আজরা জাবীন প্রমুখ।
বক্তারা বলেন, শুধু নিজের জীবন নয়, যাত্রী ও পরিবারের কথা ভেবে হলেও দক্ষতার সঙ্গে গাড়ি চালাতে হবে। একটি দুর্ঘঘটনা সারাজীবনের কান্না। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
অধিকাংশ যানবাহন চালকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ট্রাফিক আইন সম্পর্কে নেই কোনো ধারণাও। যারা জানেন তারা সড়ক আইন ও নিয়ন কানন মানতে চায়না।
এ কারণে দিন দিন সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান তারা।