মোঃকামরুল হাসান রানা
ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ১৯ আগস্ট বিকাল ৩ ঘটিকায় উপজেলার বাইপাস মোড় বিএনপি‘র প্রধান কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপি‘র আহ্বায়ক আলহাজ্ব এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য সকল নেতাকর্মীর কাছে দোয়া কামনায় করেন এবং সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যৎ এ আন্দোলন সংগ্রাম কাজ করার আহ্বান জানান।প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি‘র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ নাসিম উদ্দিন আকন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল ইসলাম রিয়াজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুম বর্তমান সভাপতি মোঃ জাকারিয়া সমুন,মহিলা দলের সভানেত্রী নাজমুন নাহার পুতুল,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ফারুক মোল্লা,স্বেচ্ছাসেবক দলের মঠবাড়ি ইউপি সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন প্রমূখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।