তাহসানুর রহঃশাহজামালঃ
জীবননগর উপজেলার হাসাদাহ প্রেসক্লাবে সাংবাদিক আরিফুল ইসলাম (ডালিম) রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শুক্রবার (২০ ই আগস্ট) বিকাল ৬টার সময় জীবননগর উপজেলার হাসাদাহ প্রেসক্লাবে এই অনুষ্ঠান পরিচালিত হয়।
তিনি ছিলেন দৈনিক আকাশ খবর পত্রিকার নির্বাহী সম্পাদক যমুনা টেলিভিশন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত ছিলেন।
তিনি গত ১২ আগস্ট রোজ বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ঢাকা সাভারের এনাম মেডিকেল হসপিটালে বিকাল ২টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলাবাসী গভীর শোকাহত এবং তার রুহের আত্মার মাগফিরাত কামনায় হাসাদা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের বক্তব্য রাখেন হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডি এম মতিয়ার রহমান, হাফেজ রফিকুল ইসলাম, এবং হাসাদা প্রেসক্লাবের সেক্রেটারি মনিরুজ্জামান (রিপন) সহ হাসাদাহ প্রেস ক্লাবের সদস্য তাহসানুর রহমান (শাহজামাল) দৈনিক আমাদের খবর, আব্বাস আলী জবস টিভি, লিমন হোসেন দৈনিক সন্ধ্যাবাণী, আল-আমিন হোসেন দৈনিক মাথাভাঙ্গা, মোঃ বদরুজ্জামান (শ্যামল) দৈনিক সময়ের সমীকরণ,ডাঃ কবীর হোসেন দৈনিক পশ্চিমাঞ্চল এবং আরো অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।