মিজানুর রহমান, সিংগাইর :
পড়াশুনার মাধ্যমে মেয়েরা সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের সম্পদে পরিণত হয় । তাই আপনাদের মেয়েদের অন্ধকারে ঠেলে দেবেননা । তাদের বাল্য বিয়ের মাধ্যমে নতুন সম্ভাবনাকে মেরে ফেলবেননা অনুরোধ আপনাদের প্রতি ।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এলজিএসপির আওতায় মেধাবী ও দরিদ্র মেয়েদের বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক ( ডিসি) আব্দুল লতিফ অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন ।
তিনি ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা নিজেদের তৈরি করে সমাজ ও দেশের মঙ্গলে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে ।
আজ শনিবার বেলা ৪ টার দিকে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপির আওতায় ২৪ টি বাই সাইকেল প্রদান করা হয় জয়মন্টপ ও রায়দক্ষিণ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র মেয়েদের । প্রথমে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ইঞ্জি, শাহাদৎ হোসেন ।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ স্থানীয় সরকারের উপ পরিচালক ( উপ সচিব) শফিকুল ইসলাম, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রবীন আ’লীগ নেতা মুশফিকুর রহমান খাঁন হান্নান । হান্নান বলেন, সুন্দর একটি সমাজ চাই, সুন্দর একটি দেশ চাই ।
আর সেজন্য পড়ালেখার কোন বিকল্প নাই । পাশাপাশি বাই সাইকেল প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ট্রাফিক আইন মেনে রাস্তায় বাই সাইকেল চালাতে হবে ।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার অভিভাকদের উদ্দেশ্যে বলেন, মেয়েদের পেছনে ফেলে উন্নত দেশ গড়া সম্ভব নয় । প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা আছে সেটা জাগিয়া তুলতে হবে ।
তিনি বক্তব্যে নিজেকে উদাহরণ দিয়ে মেয়েদের উদ্দেশ্যে বলেন, দেখ আমি নিজেও নদএকজন নারী, তোমাদের এলাকার যিনি এমপি তিনিও নারী এমনকি প্রধানমন্ত্রীও নারী । অতএব নারীদের পেছনে ফেলবার কোন উপায় নেই । পড়াশুনা করে দেশ ও জাতীর সেবায় নিজেদের আত্মনিয়োগে করতে হবে । তখনই সুন্দর একটি রাষ্ট্রে পরিণত হবে আমাদের সোনার বাংলাদেশ ।