পড়াশুনার মাধ্যমে মেয়েরা সমাজ ও দেশের সম্পদে রুপ নেয় – ডিসি আব্দুল লতিফ

মিজানুর রহমান, সিংগাইর :

পড়াশুনার মাধ্যমে মেয়েরা সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের সম্পদে পরিণত হয় । তাই আপনাদের মেয়েদের অন্ধকারে ঠেলে দেবেননা । তাদের বাল্য বিয়ের মাধ্যমে নতুন সম্ভাবনাকে মেরে ফেলবেননা অনুরোধ আপনাদের প্রতি ।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এলজিএসপির আওতায় মেধাবী ও দরিদ্র মেয়েদের বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক ( ডিসি) আব্দুল লতিফ অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন ।

তিনি ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা নিজেদের তৈরি করে সমাজ ও দেশের মঙ্গলে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে ।

আজ শনিবার বেলা ৪ টার দিকে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপির আওতায় ২৪ টি বাই সাইকেল প্রদান করা হয় জয়মন্টপ ও রায়দক্ষিণ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র মেয়েদের । প্রথমে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ইঞ্জি, শাহাদৎ হোসেন ।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ স্থানীয় সরকারের উপ পরিচালক ( উপ সচিব) শফিকুল ইসলাম, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রবীন আ’লীগ নেতা মুশফিকুর রহমান খাঁন হান্নান । হান্নান বলেন, সুন্দর একটি সমাজ চাই, সুন্দর একটি দেশ চাই ।

আর সেজন্য পড়ালেখার কোন বিকল্প নাই । পাশাপাশি বাই সাইকেল প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ট্রাফিক আইন মেনে রাস্তায় বাই সাইকেল চালাতে হবে ।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার অভিভাকদের উদ্দেশ্যে বলেন, মেয়েদের পেছনে ফেলে উন্নত দেশ গড়া সম্ভব নয় । প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা আছে সেটা জাগিয়া তুলতে হবে ।

তিনি বক্তব্যে নিজেকে উদাহরণ দিয়ে মেয়েদের উদ্দেশ্যে বলেন, দেখ আমি নিজেও নদএকজন নারী, তোমাদের এলাকার যিনি এমপি তিনিও নারী এমনকি প্রধানমন্ত্রীও নারী । অতএব নারীদের পেছনে ফেলবার কোন উপায় নেই । পড়াশুনা করে দেশ ও জাতীর সেবায় নিজেদের আত্মনিয়োগে করতে হবে । তখনই সুন্দর একটি রাষ্ট্রে পরিণত হবে আমাদের সোনার বাংলাদেশ ।

আশুলিয়ায় ষড়যন্ত্র মূলক মামলার বিরুদ্ধে বিএনপি নেতা আব্দুল গফুর মিয়ার  সংবাদ সম্মেলন

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার নামে ষড়যন্ত্র মূলক মামলা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x