মিজানুর রহমান, সিংগাইর :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর গ্রামের পশু চিকিৎসক গোলাম এলাহি দীর্ঘদিন যাবৎ ক্লোন ক্যান্সারে ভুগছিলেন ।
বর্তমানে তার চিকিৎসার ব্যয়ভার তার পরিবার পেরে না উঠতে পারাতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে অর্থের সাহায্য চেয়ে প্রচার চালানো হয় ।
বিষয়টি নজরে আসাতে আজ শনিবার বেলা দুপুরের দিকে সিংগাইর থানার মানবিক ওসি সফিকুল ইসলাম মোল্লা ও জেলা পরিষদের সদস্য কোহিনুর ইসলাম সানি অসুস্থ্য গোলাম এলাহির নিজ বাড়িতে গিয়ে নগদ অর্থ প্রদান করেন ।
এছাড়াও এসএসসি ব্যাচ ২০০৫ এর মেধাবি ছাত্র কোরিয়া প্রবাসি সানোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ সাহেব এ মানবিক কাজে নগদ অর্থ প্রদান করেন ।
391
Shares
শেয়ার করুন
শেয়ার করুন